Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজর

১। অবস্থান ঃ ৭নং চিতলমারী আড়–য়াবর্নি মৌজায় উপজেলা আদালত ভবনে চিতলমারী উপজেলা ভূমি অফিস অবস্থিত। 
২। অফিস উদ্ধোধনের তারিখ ঃ ৭ নভেম্বর/১৯৮৩ খ্রিঃ।
৩। আয়তন ৭৩.৬১ বর্গ মাইল বা ৪৭.১১৩ একর।
৪। উপজেলা পরিষদে জমির পরিমাণ ১২.০০ একর। হ্যালিপ্যাডে জমির পরিমাণ ৩.৪৩ একর। সর্বমোট জমির পরিমাণ ১৫.৪৩ একর।
৪। ইউনিয়ন ভূমি অফিসে সংখ্যা ৪টি। (১) চিতলমারী সদর (২) কলিগাতী (৩) কলাতলা (৪) চরবানিয়ারী।
৫। ইউনিয়ন পরিষদের সংখ্যা ৭টি। (১) চিতলমারী সদর (২) শিবপুর (৩) বড়বাড়িয়া (৪) কলাতলা (৫) হিজলা (৬) চরবানিয়ারী ও (৭) সন্তোষপুর।
৬। কৃষি জমির পরিমাণ ঃ ৩৩,৯৩৫ একর।
৭। মৌজার সংখ্যা ঃ ৫৫টি।
৮। গ্রামের সংখ্যা ঃ ১২৪টি।
৯। জলমহালের সংখ্যা ঃ ১৭টি। (ক) বদ্ধ ১১টি (খ) উন্মুক্ত    ২০ একরের উর্দ্ধে ৯টি। ২০ একরের নিচে ৮টি।
১০। হাট বাজারের সংখ্যা ঃ ১৪ টি এর মধ্যে পেরিফেরী হয়েছে ৯টি। বাকী আছে ৫টি। ইজারা হয়েছে ১২টি। 
১১। খাস পুকুরের সংখ্যা ঃ ৮টি।
১২। মোট খাস জমির পরিমাণ ঃ ১১০০.৭১৫০ একর।
১৩। কৃষি খাস জমির তথ্য (ক) মোট কৃষি খাস জমির পরিমাণ ১০৯০.৭৪ একর (খ) বন্দোবস্ত অযোগ্য কৃষি খাস জমির পরিমাণ ৪৫৪.৭৪ একর (গ) বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ ৬৩৫.৯৬ একর (ঘ)  বন্দোবস্তকৃত কৃষি খাস জমির পরিমাণ ৬৩২.১৯ একর (ঙ) অবশিষ্ট  বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ ৩.৭৭ একর (চ) এ পর্যন্ত বন্তোবস্তের মাধ্যমে উপকৃত পরিবারের সংখ্যা ৮৩২টি।
১৪। অকৃষি খাসজমির তথ্য ঃ- (ক) মোট অকৃষি খাস জমির পরিমাণ ৯.৯৭৫০ একর (খ) বন্দোবস্তযোগ্য অকৃষি খাস জমির পরিমাণ ৬.৫০ একর (গ) বন্দোবস্ত অযোগ্য অকৃষি খাস জমির পরিমাণ ৩.৪৭ একর (ঘ) এ পর্যন্ত বন্দোবস্তকৃত অকৃষি খাসজমির পরিমাণ ০.৬০ একর (ঙ) অবশিষ্ট বন্দোবস্তযোগ্য অকৃষি খাস জমির পরিমাণ ৫.৯০ একর (চ) মোট উপকৃত সংখ্যা ২৩২।
১৫। গুচ্ছ গ্রামের সংখ্যা ২টি (ক) শৈলদাহ গুচ্ছগ্রাম (খ) চর শৈলদাহ গুচ্ছগ্রাম (গ) পরিবারের সংখ্যা ১৫২টি।
১৬। আশ্রয়নের সংখ্যা ১টি (ক) উত্তর খলিশাখালী আশ্রয়ন প্রকল্প। ব্যারাক হাউজের সংখ্যা ২টি। পরিবার ২০টি।( ১ টি ব্যাক হাউজ সম্পূর্ন পুড়ে গেছে )
১৭। অর্পিত সম্পত্তির বিবরণ ঃ -
 ক) মোট অর্পিত সম্পত্তির পরিমাণ (ক + খ)= ১৩৯০.৮৯ একর (খ) মোট কেস নথি ৩১৫টি (গ) “ক” তফসিলভূক্ত জমির পরিমাণ  ৪৩৩.০৭ একর (ঘ) “খ” তফসিলভূক্ত জমি ৯৫৭.৮২ একর