উপজেলা ভূমি অফিস
চিতলমারী,বাগেরহাট।
নাগরিক সনদ / সেবাপ্রদান প্রতিশ্রুতি
(Citizen Charter)
ক্রং নং |
প্রদেয় সেবার বিবরণ |
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র/নির্ধারিত প্রক্রিয়া |
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের জন্য নির্ধারিত সময়সীমা |
সংশিস্নষ্ট শাখার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রদানকারী
কর্মকর্তা |
১ |
নামজারী/খারিজ/ মিউটেশন |
১. www.Land.gov.bd অনলাইনে আবেদন। ২. আবেদনে জন্য সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান ৩. ক্রয়সূত্রে মালিক হলে মূল দলিলের সার্টিফায়েড কপি/ ফটোকপি ৪. বন্টননামা/বাটোয়ারা দলিল (প্রযোজ্য ক্ষেত্রে) ৫. ভায়া/পিট দলিলের ফটোকপি ৬. আদালতের রায়/ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফায়েড/ফটোকপি ৭. চলতি বঙ্গাব্দের (বাংলা সনের) ধার্যকৃত ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের রসিদ ৮. অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশন সনদ ৯. আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি ১০. জাতীয় পরিচয় পত্র/নাগরিকত্ব সনদ/পাসপোর্ট-এর সত্যায়িত ফটোকপি |
১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা (নামজারি কেস অনুমোদন হলে) ডিসিআরের মাধ্যমে জমা দিতে হবে। |
২৮/-(আটাশ) কার্যদিবস |
নামজারি শাখা |
নাজির কাম-ক্যাশিয়ার / জমা সহকারি |
সহকারী কমিশনার (ভূমি) |
২ |
কৃষি খাসজমি বন্দোবসত্ম |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশিস্নষ্ট উপজেলা কমিটির সুপারিশের আলোকে জেলা কমিটি বন্দোবসত্ম অনুমোদনের ব্যবস্থা নেবেন। |
টাকা লাগবে না। |
খাস জমি ও জরিপ শাখা |
সংশিস্নষ্ট সার্ভেয়ার/ কানুনগো |
সংশিস্নষ্ট সার্ভেয়ার/ কানুনগো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
৩ |
অকৃষি খাস জমি বন্দোবসত্ম |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্টফি সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১৯৯৫ সালের অকৃষি খাস জমি বন্দোবসত্ম নীতিমালার শর্তাদি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত (জমির) মূল্য পরিশোধ করতে হবে। |
০১ মাস হতে ০১ বছর |
খাস জমি ও জরিপ শাখা |
সংশিস্নষ্ট সার্ভেয়ার/ কানুনগো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
৪ |
হাটবাজারের একসনা লাইসেন্স নবায়ন |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
সরকার নির্ধারিত হারে নবায়ন ফি পরিশোধ করতে হবে। |
সম্ভাব্য স্বল্পতম সময়ে |
সায়রাত ও নেজারত শাখা |
নাজির-কাম-ক্যাশিয়ার |
সহকারী কমিশনার (ভূমি) |
৫ |
জলমহাল ইজারা |
প্রতি বাংলা নববর্ষের পূর্বে জলমহাল ইজারার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। সংশিস্নষ্ট উপজেলা কমিটি যোগ্যতম আবেদনকারীকে বিধি মোতাবেক ইজারা প্রদান করে থাকে। |
ডাকমূল্যসহ অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে। |
আইনে নির্ধারিত সময়ে |
সায়রাত ও নেজারত শাখা |
নাজির-কাম-ক্যাশিয়ার |
সহকারী কমিশনার (ভূমি) |
2
৬
|
আশ্রয়ন/আবাসন ও আদর্শগ্রাম/গুচ্ছগ্রাম প্রকল্পে ভূমিহীনদের পুনর্বাসন |
বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও বিজ্ঞপ্তির নির্দেশমতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। |
কোন ফি লাগবে না। |
০১ মাস হতে ০১ বছর |
খাস জমি ও জরিপ শাখা |
সংশিস্নষ্ট সার্ভেয়ার/ কানুনগো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
৭ |
অর্পিত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন |
যথাসময়ে ২০/- (বিশ) টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
শ্রেণীভিত্তিক সরকার নির্ধারিত হারে |
০১ মাস হতে ১৫ দিন |
সাধারণ শাখা |
প্রধান সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
৮ |
সার্টিফিকেট মামলার কার্যক্রম |
নোটিশে দাবিকৃত বকেয়া অর্থ পরিশোধ করলে সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি পাওয়া যাবে। |
নোটিশে উলেস্নখিত অর্থ (সুদসহ বকেয়া) |
০১ মাস হতে ০৩ মাস |
সার্টিফিকেট শাখা |
সার্টিফিকেট সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) |
৯ |
মিস কেসের মাধ্যমে বিবিধ বিষয়ে প্রতিকার প্রদান |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্টফি সহ কি প্রতিকার চান, তা স্পষ্টভাবে উলেস্নখ পূর্বক আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও এক কপি পাসপোর্ট আকারের ছবিসহ আরো যা লাগবে ঃ (ক) আদালতের রায়/ডিক্রির মাধ্যমে রেকর্ড সংশোধন চাইলে উক্ত রায়ের সার্টিফায়েড/ ফটোকপি, (খ) অন্যান্য ক্ষেত্রে আবেদনের আলোকে প্রয়োজনীয় সকল কাগজপত্র । |
(ক) রেকর্ড সংশোধন ফি বাবদ ১১৫০/- (এক হাজার একশত পঞ্চাশ) টাকা (খ) অন্যান্য ক্ষেত্রে কোনো ফি লাগবে না। |
০১ মাস হতে ০৩ মাস বা কেস ভেদে প্রয়োজনীয় সময় |
সাধারণ শাখা |
প্রধান সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) |
১০ |
পুরাতন নামজারী কেসের অনুমোদিত খতিয়ান প্রদান |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্টফি সহ আবেদন করতে হবে। কেসনথি সংরক্ষিত থাকা সাপেক্ষে খতিয়ান প্রদান করা হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত কোর্ট ফি |
০১ মাস হতে ০৭ দিন |
নেজারত শাখা |
নাজির কাম-ক্যাশিয়ার |
সহকারী কমিশনার (ভূমি) |
১১ |
মিস কেসের জাবেদা নকল প্রদান |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি এবং ডেমি/ফলিওসহ আবেদন করতে হবে। |
কোন খরচ লাগবে না। |
০১ মাস হতে ০৭ দিন |
নেজারত শাখা |
নাজির কাম-ক্যাশিয়ার |
সহকারী কমিশনার (ভূমি) |
উত্তম সেবা পেতে যে কোন আবেদনে পূর্ণ নাম-ঠিকানাসহ মোবাইল/টোলিফোন নম্বর উলেস্নখ করম্নন। ভূমি সেবা বিষয়ে পরামর্শের জন্য তথ্য ও সেবাকেন্দ্রে (Help Desk) যোগাযোগ করুন। অফিস চলাকালে সেবাঙ্গনে 04652-56016 নম্বরে কল করম্নন। ফেসবুকে উপজেলা ভূমি অফিস, চিতলমারী, বাগেরহাট’ পেইজটিতে ভূমি অফিসের বিভিন্ন সেবা বিষয়ে আপনার গঠনমূলক মতামত, পরামর্শ বা অভিযোগ তুলে ধরম্নন। |
|||||||
যথাযথভাবে কাঙ্খিত সেবা না পেলে যোগাযোগ করম্নন ঃ |
সহকারী কমিশনার (ভূমি), চিতলমারী, বাগেরহাট।। ফোনঃ 04652-56016 |
উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী। ফোনঃ 04652-56021 |
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), বাগেরহাট। ফোনঃ |
জেলা প্রশাসক, বাগেরহাট। ফোনঃ |
তারিখঃ ১৮ আগস্ট ২০১৯ |
|
প্রণয়ন, প্রচার ও বাসত্মবায়নেঃ সহকারী কমিশনার (ভূমি), চিতলমারী বাগেরহাট। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস